top of page
World Education Consultant foreign admission & Visa Processing
 
     
        Information

Machine Readable Passport MRP

(Information)

Category of Passport

  • Regular or Tourist  (green cover)

  • Government  Official

  • Diplomatic(red cover) 

 

And three types of applications are there depends on passport fees.

  • 72 hours 6000tk (Express or Urgent Passport)

  •  21 to 30 days3000tk ( For Normal and Regular)

  • 11 to 21 days  (Samy Urgent )

  • Money has to deposit in proper branch of Sonali Bank 

 

MRP Passport Form 

Apply online Application for Bangladesh Machine Readable Passport.http://www.passport.gov.bd/

 

 

Documents Requirements

 

  • Fill up 2 Copies of Forms. (Application Form)    *** Applicant can be applied by online application form Click Here

  • Passport fee payment information

  • National ID card photocopy (Attested)

  • Birth Certificate

  • Government Order or GO

  • Old Passport copy (Attested)

  • Technical Certificate (if require)

  • Local Govt. Certificate 

  • Previous passport reference

  • Passport delivery depend on Police verification report.

 

Some Tips For Applying Passport

  • Apply online

  • Make a extra photo copy for all documents

  • Do not give tips to any one

  • Do not take the photo with white dress

  • Keep smiling face, people ar not friendly there.

  • Police normaly take 500 to 1000 tk for police clearance 

  • Passport office start from 9 am

  • After submitting the application, keep the receipt with care

  • When passport will prepared, You will get a SMS

 

Dhaka Passport Office AddressPASSPORT BHABAN (Head Office)E-7, AGARGAONSHER-E-BANGLANAGAR, DHAKA. BDFax: 02-88-9123399Director Visa / Passport Ph - 8159960Necessary information for travelers those who want to visit Bangladesh or go to abroad as a tourist. Here is passport, visa, immigration, embassy list and information.Passport Immigration Office in Dhaka BangladeshInformation and inquiry about Bangladeshi Passport Visa Immigration.

 

 

 

 

Please read the following guides in using this website:

 

১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।

 

২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।

 

৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।

 

৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।

 

৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।

 

৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।

 

৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না। 

 

 

More information visit: http://www.passport.gov.bd/ 

bottom of page